স্বদেশ ডেস্ক:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১৯-২০ অর্থবছরে ৬১ হাজার ১৬৬ শিক্ষকের পদ সৃষ্টি করবে। এ সংক্রান্ত প্রস্তাবনা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গতকাল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) বার্ষিক পর্যালোচনা সভা। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন।
মো. আকরাম-আল-হোসেন বলেন, পিইডিপি ৪-এর মূল লক্ষ্যই হলো প্রি-প্রাইমারি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ। নতুন শিক্ষকের পদ সৃষ্টির পাশাপাশি মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষগুলোতে ২৬ হাজার আইসিটি প্যাকেজ বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।