স্বদেশ ডেস্ক:
গত তিন মাসে ওমরাহ পালনে আগ্রহী ১৭৬টি দেশের ২০ লাখের বেশি লোকের ভিসা ইস্যু করা হয়েছে। গত ১ মহররম (৩১ জুলাই) থেকে পরবর্তী তিন মাসে পবিত্র ওমরাহ পালনে এসব ভিসা ইস্যু করা হয়।
সৌদি আরবের হজ, ওমরাহ ও পর্যটন কমিটির সদস্য হানি আল-উমারি বলেন, ‘প্রায় ১৫০টি সেবা প্রতিষ্ঠান যাত্রীদের আসার পর থেকে চলে যাওয়া পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালন নিশ্চিত করতে সব ধরনের সেবা দিচ্ছে। বিশ্বের সব দেশের মধ্যে ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চসংখ্যক ওমরাহযাত্রী এসেছে। এরপর যথাক্রমে ইরাক, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, ভারত ও আজারবাইজান থেকে সর্বোচ্চসংখ্যক মুসলিম ওমরাহ পালনে এসেছে।’ আগামী দিনে ওমরাহযাত্রীর সংখ্যা আরো বাড়বে বলে তিনি জানান।
মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ জানায়, ১৪৪৪ হিজরির প্রথম তিন মাসে পবিত্র মসজিদুল হারামে ৩০ মিলিয়নের বেশি দেশি-বিদেশি মুসল্লি এসেছে। একই সময়ে ৪০ মিলিয়নের বেশি মুসল্লি পবিত্র মসজিদ-ই-নববীতে এসেছে।
সূত্র : সৌদি গেজেট