শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

ভোটকক্ষে ‘সিসি ক্যামেরা’ স্থাপনের বিষয়ে ব্যাখ্যা দিল ইসি

ভোটকক্ষে ‘সিসি ক্যামেরা’ স্থাপনের বিষয়ে ব্যাখ্যা দিল ইসি

স্বদেশ ডেস্ক:

ভোটকক্ষের গোপন বুথে সিসি ক্যামেরা বসিয়ে কে কাকে ভোট দিচ্ছে তা দেখা মানুষের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। সিসি ক্যামেরার জন্য ভোটার কাকে ভোট দিলেন তা দেখার কোনো সুযোগ নেই। আজ রোববার ‘ভোটকক্ষের গোপন বুথে সিসি ক্যামেরা স্থাপন নিয়ে’ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদের ব্যাখ্যা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা-৫ শূন্য আসনের নির্বাচনের কার্যক্রম মনিটরিংয়ের জন্য নির্বাচন কমিশন ভোটকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করেছিল। গোপন কক্ষে ভোটার কাকে ভোট দিলেন তা দেখার কোনো সুযোগ নেই। তবে গোপনকক্ষে ভোটারের সঙ্গে কেউ প্রবেশ করল কি না বা ভোটার ছাড়া অন্য কেউ প্রবেশ করল কি না, একই সঙ্গে একাধিক ব্যক্তি প্রবেশ করল কি না, ভোট প্রদানের সময় কেউ উঁকি দিয়ে দেখে কি না বা পাশে দাঁড়িয়ে কোনো নির্দেশ দেন কিনা তা দেখতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইভিএম-এ কিভাবে ভোট দিতে হয় সে বিষয়ে আগেই প্রচারণা করা হয়েছে। এছাড়া একজন ভোটারকে ভোট দেওয়ার জন্য গোপনকক্ষে প্রবেশের আগেই সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাগণ ডামি ব্যালট ইউনিট দেখিয়ে দেন কিভাবে ভোট দিতে হবে। কাজেই ভোট কিভাবে দিতে হবে এটা দেখানোর জন্য ভোটারের সঙ্গে গোপনকক্ষে অন্য কারো প্রবেশের সুযোগ নেই।
গণপ্রতিনিধিত আদেশ, ১৯৭২ এর ৩১৭ ধারা অনুযায়ী ভোটার দৃষ্টিপ্রতিবন্ধী বা অক্ষম ব্যক্তি প্রিজাইডিং অফিসার ওই ভোটারের পছন্দমতো বা তার বিশ্বস্ত ব্যক্তিকে ভোট দিতে সাহায্য করার জন্য গোপন কক্ষে নিতে পারবেন। তার সঙ্গে কোনোভাবেই কোনো ভোটগ্রহণকারী কর্মকর্তা, এজেন্ট বা অন্য কেউ গোপন কক্ষে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ বিষয়টি খুবই স্পষ্ট যে ভোটকক্ষে সিসি ক্যামেরা স্থাপনে কোনোক্রমেই ভোট প্রদানের গোপনীয়তা নষ্ট হয়নি।

সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে এমন বিভ্রান্তিকর বক্তব্য না দিয়ে আইন অনুযায়ী যথাযথভাবে নির্বাচন পরিচালনায় সহায়তা করার জন্য নির্বাচন কমিশন সকলের প্রতি আহ্বান জানায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877