স্বদেশ ডেস্ক:
ভোটকক্ষের গোপন বুথে সিসি ক্যামেরা বসিয়ে কে কাকে ভোট দিচ্ছে তা দেখা মানুষের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। সিসি ক্যামেরার জন্য ভোটার কাকে ভোট দিলেন তা দেখার কোনো সুযোগ নেই। আজ রোববার ‘ভোটকক্ষের গোপন বুথে সিসি ক্যামেরা স্থাপন নিয়ে’ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদের ব্যাখ্যা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা-৫ শূন্য আসনের নির্বাচনের কার্যক্রম মনিটরিংয়ের জন্য নির্বাচন কমিশন ভোটকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করেছিল। গোপন কক্ষে ভোটার কাকে ভোট দিলেন তা দেখার কোনো সুযোগ নেই। তবে গোপনকক্ষে ভোটারের সঙ্গে কেউ প্রবেশ করল কি না বা ভোটার ছাড়া অন্য কেউ প্রবেশ করল কি না, একই সঙ্গে একাধিক ব্যক্তি প্রবেশ করল কি না, ভোট প্রদানের সময় কেউ উঁকি দিয়ে দেখে কি না বা পাশে দাঁড়িয়ে কোনো নির্দেশ দেন কিনা তা দেখতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল।
সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে এমন বিভ্রান্তিকর বক্তব্য না দিয়ে আইন অনুযায়ী যথাযথভাবে নির্বাচন পরিচালনায় সহায়তা করার জন্য নির্বাচন কমিশন সকলের প্রতি আহ্বান জানায়।