স্বদেশ রিপোর্ট: নিউইয়র্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন এবং চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অর্গানাইজিং কমিটি অব নর্থ আমেরিকার আয়োজনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রবাসী চট্টগ্রামবাসী ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অর্গাইনাইজিং কমিটি অব নর্থ আমেরিকার সদস্য সচিব মোহাম্মদ সেলিম হারুনের পরিচালনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ড. সাইয়্যিদ এরশাদ আহম্মেদ আল্ বোখারি। সার্বিক সহযোগিতায় ছিলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অর্গাইনাইজিং কমিটি অব নর্থ আমেরিকার আহ্বায়ক আলী আকবর বাপ্পী সহ সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ মাহফিলে নাত পরিবেশন করেন আল-কোরান একাডেমির শিশু শিক্ষার্থীরা। তাদের মধ্যে বেশ কয়েকজন হাফেজও ছিলেন। তাদের নাত পরিবেশন সবাইকে মুগ্ধ করে।
প্রধান অতিথির বক্তব্যে ড. সাইয়্যিদ এরশাদ আহম্মেদ আল্ বোখারি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা ধর্মীয় ও পার্থিব জীবনে সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি। দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে প্রিয়নবী (সা.) এর অনুপম জীবনাদর্শ, তাঁর সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত হতে পারে।
দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে বিপুলসংখ্যক প্রবাসী চট্টগ্রামবাসী এ মেজবানে অংশ নেন। মেজবানে ভাতের সঙ্গে গরু, খাশি, মুরগী এবং লাউ-ডালের তরকারি দিয়ে আপ্যায়ন করা হয়। প্রবাসী চট্টগ্রামের নেতৃবৃন্দ আপ্যায়নে সহযোগিতা করেন।