পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া অবসরের ঘোষণা দিয়েছেন। আগামী পাঁচ সপ্তাহের মধ্যে তিনি অবসর নেবেন এবং এর কোনো বিকল্প চাইছেন না তিনি।
শুক্রবার জি নিউজের সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রের বরাতে বলা হয়েছে, সেনাপ্রধান বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী দেশটির রাজনীতিতে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।
সম্প্রতি মার্কিন সফরের সময়ে ওয়াশিংটন দূতাবাসের এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, সশস্ত্র বাহিনী রাজনীতি থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে এবং তারা ভবিষ্যতেও এটি অব্যহত রাখতে চায়।
জেনারেল বাজওয়ার মেয়াদ চলতি বছরের নভেম্বরে শেষ হবে এবং তিনি তার নির্ধারিত সময়ে অবসরের কথা পুনর্ব্যক্ত করেছেন। সেনাপ্রধানের মতে, শক্তিশালী অর্থনীতি ছাড়া কোনো কূটনীতি হতে পারে না। আর শক্তিশালী অর্থনীতি ছাড়া কোনো দেশ তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না।
সূত্র : দি নিউজ