রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

নিউইয়র্কে করোনায় বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে করোনায় বাংলাদেশির মৃত্যু

স্বদেশ রিপোর্ট: নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে হুরুন্নাহার বেগম (৬২) নামে এক বাংলাদেশি ১৮ অক্টোবর মারা গেছেন। জ্যামাইকা মুসলিম সেন্টার ১৯ অক্টোবর বুধবার তার জানাযার হয়। জানাযার সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, ক্যান্সারে আক্রান্ত থাকাবস্থায়ই করোনায় আক্রান্ত হয়েছিলেন মানিকগঞ্জ জেলার নবগ্রাম ইউনিয়নের বাড়ৈ গ্রামের সন্তান এবং নিউইয়র্কে বসবাসরত আফাজউদ্দিন আহমদের স্ত্রী হুরুন্নাহার। এরপর তাকে ম্যানহাটানে মাউন্টশিনাই হাসপাতালে ভর্তি করা হয় কয়েকদিন আগে। সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।
তাকে লং আইল্যান্ড ওয়াশিংটন মেমরিয়্যাল পার্কে দাফন করা হয়েছে। হুরুন্নাহারের মৃত্যুতে কম্যুনিটিতে করোনা নিয়ে পুনরায় আতংক দেখা দিয়েছে।
উল্লেখ্য, বছর খানেকের মধ্যে আর কোন প্রবাসীর মৃত্যু হয়নি করোনায় আক্রান্ত হয়ে। ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক সিটিসহ সারা আমেরিকায় ১২ শতাধিক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877