স্বদেশ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভ থেকে ১৫ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার কথা ঘোষণা করেছেন। ওপেক প্লাস তেলের উৎপাদন হ্রাস করার কথা জানানোর পর পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই পদক্ষেপ গ্রহণ করা হলো।
বাইডেন বুধবার বিকেলে বলেন যে ইউক্রেনে রাশিয়ার হামলার পর মার্চে তার প্রশাসন ১৮০ মিলিয়ন ব্যারেল তেল ছাড় করার কথা ঘোষণা করা হয়েছিল। এখন এই ১৫ মিলিয়ন ব্যারেল ছাড়ের ফলে তা সম্পন্ন হলো।
হোয়াইট হাউজ বুধবার সকালে জানিয়েছিল, আগামী ডিসেম্বরে এই তেল ছাড়ার কথা ছিল।
সংবাদ সম্মেলনে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আজকের ঘোষণার ফলে আমরা বাজারে ভর্তুকি দেয়া অব্যাহত রাখতে যাচ্ছি, অন্যান্য দেশ যখন টালমাটাল অবস্থা সৃষ্টি করছে, তখন আমরা তেলের দাম কমাচ্ছি।’
এই তেল ছাড়ার ফলে যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভ ১৯৮৪ সালের পর সর্বনিম্ন অবস্থায় নেমে গেল। ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রুশ তেল ও গ্যাসের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।
বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৪০০ মিলিয়ন ব্যারেল তেল রিজার্ভ রয়েছে।
হোয়াইট হাউজ জানিয়েছে, তেলের দাম ব্যারেলপ্রতি ৬৯ থেকে ৭২ ডলারে নেমে এলে তারা আবার রিজার্ভ আগের অবস্থায় নিয়ে যাবে।
সূত্র : আলজাজিরা