বুধবার, ২২ মে ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

রুশ হামলায় ইউক্রেনের ১১০০ গ্রাম-শহর বিদ্যুৎ শূন্য

রুশ হামলায় ইউক্রেনের ১১০০ গ্রাম-শহর বিদ্যুৎ শূন্য

স্বদেশ ডেস্ক:

রাশিয়ার গত ১০ দিনের হামলায় ইউক্রেনের প্রায় ১ হাজার ১০০ গ্রাম ও শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক, কিরোভোগ্রাদ, মিকোলাইভ, ঝিতোমির, খারকিভ, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন অঞ্চলের ১ হাজার ১৬২টি শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে এখন অন্ধকারে।

সরকারের জরুরি সেবা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানী কিয়েভসহ ১৬টি অঞ্চলে ক্ষেপণাস্ত্র, কামিকাজে ড্রোন ও গোলা দিয়ে প্রায় ১৯০টি বড় ধরনের হামলা চালানো হয়। এতে অন্তত ১৭০ জন নিহত হয়েছেন।

এদিকে ইউক্রেনে শীত আসন্ন। এই সময় বিদ্যুতের চাহিদাও বাড়তির দিকে। ঠিক তার আগে গত এক সপ্তাহে রুশ হামলায় ইউক্রেনের ৩০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক টুইট বার্তায় লিখেছেন, ১০ অক্টোবর থেকে দেশের প্রায় ৩০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার হামলায় ধ্বংস হয়েছে। বিদ্যুৎ ঘাটতির কারণে দেশজুড়ে ব্ল্যাকআউট হচ্ছে।
সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877