সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

রুশ ভবনে সুপারসনিক সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪

রুশ ভবনে সুপারসনিক সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪

স্বদেশ ডেস্ক:

রাশিয়ার ইয়েস্ক নগরীর একটি আবাসিক ভবনে একটি সুপারসনিক সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পুরো ভবনে আগুন ধরে যায়, ওপরের দিকে কয়েকটি তলা ধসে পড়েছে। প্রাথমিকভাবে অন্তত চারজন নিহত ও ১৯ জন আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরো ছয়জন নিখোঁজ রয়েছে। সুখোই সু-৩৪ জঙ্গি বিমানটি বিধ্বস্ত হওযার আগে এর ক্রু বের হতে সক্ষম হন বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

বিমানটির একটি ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় এটি বিধ্বস্ত হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

তবে ভবনটিতে বিধ্বস্ত হওয়ার পর এর এক থেকে নবম তলা পর্যন্ত সবজায়গায় আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর কর্মীরা হিমশিম খেয়েছে। ভবনটিতে মোট ৪৫টি অ্যাপার্টমেন্ট ছিল।

ইয়েস্ক নগরীটি আজভ সাগরের তাঙ্গারগ গালফে অবস্থিত। এই সাগরই ইউক্রেন ও দক্ষিণ রাশিয়াকে আলাদা করেছে। আর ইউক্রেনের মরিউপল নগরীর ঠিক অপর পাড়ে অবস্থিত এই নগরী। রুশ বাহিনী ফেব্রুয়ারিতে মরিউপল দখল করে নেয়।

সু-৩৪ সুপারসনিক দুই ইঞ্জিনের বোমারু বিমান। এটি রুশ বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ হাতিয়ার। সিরিয়া ও ইউক্রেন যুদ্ধে এই বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।

রুশ বাহিনী ইউক্রেনে হামলা শুরু করার পর এ নিয়ে ১০টি রুশ জঙ্গি বিমান অ-সামরিকভাবে বিধ্বস্ত হলো।
সূত্র : আলজাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877