বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

গুগল ম্যানেজারকে জোর করে বিয়ে, চাইলেন ৪৯ লাখ টাকা

গুগল ম্যানেজারকে জোর করে বিয়ে, চাইলেন ৪৯ লাখ টাকা

স্বদেশ ডেস্ক:

ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এক গুগল ম্যানেজারকে আটকে রেখে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই গুগল ম্যানেজারের নাম গণেশ শঙ্কর। তিনি বেঙ্গালুরুতে গুগলের সিনিয়র ম্যানেজার পদে রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন গণেশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট শিলং-এ এমবিএ পড়ার সময় ভোপালের বাসিন্দা সুজাতার সঙ্গে পরিচয় হয়েছিল গণেশের। তিনি পুলিশকে জানিয়েছেন, তাকে মিথ্যা বলে ভোপালের কমলা নগর থানা এলাকায় ডেকে নেওয়া হয়। এরপর জোর করে নেশা করানো হয়েছিল। আর নেশাগ্রস্ত অবস্থাতেই বিয়ে হয় সুজাতার সঙ্গে।

তখন সুজাতা এবং তার পরিবারের সদস্যরা বিয়ের বেশকিছু ছবি তোলেন। এরপরেই ওই পরিবার গণেশের কাছে ৪০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৯ লাখ ৫৬ হাজার ২৮১ টাকা) দাবি করে বলে অভিযোগ। এমনকি টাকা না দিলে তারা তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেয়।
কমলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিল কুমার বাজপাই বলেছেন, ‘গণেশের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সুজাতা, তার বাবা কমলেশ সিং, তার ভাই শৈভেশ সিং এবং তার শ্যালক বিজেন্দ্র কুমার। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877