স্বদেশ ডেস্ক:
ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এক গুগল ম্যানেজারকে আটকে রেখে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই গুগল ম্যানেজারের নাম গণেশ শঙ্কর। তিনি বেঙ্গালুরুতে গুগলের সিনিয়র ম্যানেজার পদে রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন গণেশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট শিলং-এ এমবিএ পড়ার সময় ভোপালের বাসিন্দা সুজাতার সঙ্গে পরিচয় হয়েছিল গণেশের। তিনি পুলিশকে জানিয়েছেন, তাকে মিথ্যা বলে ভোপালের কমলা নগর থানা এলাকায় ডেকে নেওয়া হয়। এরপর জোর করে নেশা করানো হয়েছিল। আর নেশাগ্রস্ত অবস্থাতেই বিয়ে হয় সুজাতার সঙ্গে।