স্বদেশ ডেস্ক:
যশোরে চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মোট ৮৬৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। তবে এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬ জন। এর মধ্যে সদরে ৩০ ও অভয়নগরে রয়েছে ২৬ জন। তবে এখনো পর্যন্ত যশোরে ডেঙ্গু আক্রান্ত কোনো ব্যক্তি মারা যায়নি।
জানা গেছে, সোমবার পর্যন্ত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ৬৭ জন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১ জন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন ও যশোর জেনারেল হাসপাতালে ১১জন আক্রান্ত ব্যক্তি ভর্তি রয়েছেন।
সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যানুযায়ী, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যশোর সদর উপজেলায় ৪৩২, অভয়নগরে ৩৩১, বাঘারপাড়ায় এক, চৌগাছায় পাঁচ, কেশবপুরে ১৫, মণিরামপুরে দুই, যশোর জেনারেল হাসপাতালে ৭৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগী যশোরে ৩৬৫, অভয়নগরে ২৮০, বাঘারপাড়ায় এক, চৌগাছায় পাঁচ, কেশবপুরে ১০, মণিরামপুরে দুই ও যশোর জেনারেল হাসপাতালে ৬৭ জন।
ডেপুটি সিভিল সার্জল নাজমুস সাদিক রাসেল বলেন, যশোরে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। কাউকে কোথাও রেফারও করা হয়নি।