সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

সিলেটে গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত

সিলেটে গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত

স্বদেশ ডেস্ক:

সিলেটের বিশ্বনাথ উপজেলার দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে উপজেলার লামাকাজিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, পুলিশ ওই এলাকায় কাঁদানে গ্যাস এবং ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়।

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানপাট ও যানবাহন ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি।

চেয়ারম্যান ধলা মিয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে লামাকাজি বাসস্ট্যান্ডে টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গ্রামবাসী দুটি দলে বিভক্ত হয়ে ওই এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877