স্বদেশ ডেস্ক ॥ সৌদি আরবে হজ পালন শেষে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ হাজার ৮৪০ জন হজযাত্রী দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৩টি ও সৌদি এয়ারলাইন্সের ৩২টিসহ মোট ৫৫টি ফ্লাইটে দেশে ফেরেন হাজিরা। গতকাল গভীর রাতে ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন পবিত্র হজ পালন করেন। গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব হাজিদের দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।