স্বদেশ রিপোর্ট: নিউইয়র্কের নিম্ন আয়ের নাগরিকরা ২৭০ ডলারের স্টিমুলাস চেক পেতে শুরু করেছেন। স্টেট থেকে ট্যাক্স রিলিফের অংশ হিসেবে এ অর্থের চেক মেইল বক্সে বা সরাসরি ব্যাংক একাউন্টে জমা হচ্ছে। গর্ভনর ক্যাথি হোকুল সেপ্টেম্বরে জানিয়েছিলেন অক্টোবরে এই চেক নিউইয়র্কারদের ঘরে পৌঁছবে। যারা ২০২১ সালের ট্যাক্স রিটার্নে এম্পায়ার স্টেট চাইল্ড ক্রেডিট বা আর্নড ইনকাম ক্রেডিট পেয়েছিলেন তারাই এই চেক পাবেন। একে বলা হচ্ছে স্টেট স্টিমুলাস। নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব ট্যাক্সেশন এন্ড ফাইন্যান্স তা ইস্যু করবে। এ জন্য বরাদ্দ রাখা হয়েছে ১.৭৫ মিলিয়ন ডলারের ফান্ড।
এদিকে ফুড স্ট্যাম্প গ্রহণে শীর্ষে রয়েছে নিউইয়র্ক সিটির জনগোষ্ঠী। সিটির শতকরা ২১ ভাগ মানুষই সরকার থেকে ফুড স্ট্যাম্প গ্রহন করে। চাটাকুয়া কাউন্টি দ্বিতীয় সর্বোচ্চ ফুড স্ট্যাম্প গ্রহনকারি কাউন্টি। এটি নিউইয়র্ক স্টেটের পশ্চিমে অবস্থিত। লোক সংখ্যা ১ লাখ ২৭ হাজার। প্রধান শহর জেমসটাউন। এ কাউন্টির শতকরা ১৯ ভাগ মানুষ ফুড স্ট্যাম্প গ্রহণ করে।