বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে নির্বাচনে যাওয়ার মতো পরিস্থিতি নেই, দাবি চরমোনাই পীরের গণতন্ত্রের প্রশ্নে দলগুলোর যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়: তারেক রহমান এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালনে অবহেলায় এসিল্যান্ডদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৮ দলকে না জানিয়ে কক্সবাজারে, ৫ নেতাকে শোকজ এনসিপির পুলিশের ঊর্ধ্বতন ৭৬ কর্মকর্তাকে একযোগে বদলি ১২ দলীয় জোটের সঙ্গে শুক্রবার বৈঠক তারেক রহমানের ১৫ দিন পর মাইলস্টোনে পাঠদান কার্যক্রম শুরু টিএসসিতে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনে ছাত্রদলের নিন্দা, ছাত্রশিবির বলছে ‘কুতর্ক ও মব’

বিএনপির গণসমাবেশ: ঢাকা-ময়মনসিংহ রুটে বাস বন্ধে ভোগান্তি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

স্বদেশ ডেস্ক:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে ঢাকা-ময়মনসিংহ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক সমিতির নেতা ও শ্রমিকেরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

পরিবহন মালিকদের দাবি, আজ শনিবার ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ রয়েছে। এ সমাবেশে পরিবহন বা বাসে হামলা-ভাঙচুরের আশঙ্কা রয়েছে। তাই তারা আজ ঢাকা থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রেখেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, আজ শনিবার সকাল থেকে মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহগামী কোনো বাস ছেড়ে যায়নি। তবে সকাল থেকে টার্মিনালটিতে ময়মনসিংহগামী যাত্রীদের ভিড় রয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সামদানী খন্দকার বলেন, সম্প্রতি চট্টগ্রামে বিএনপির সমাবেশ শেষে পরিবহন শ্রমিকদের ওপর হামলা এবং বাস ভাঙচুর করা হয়েছে। আজ ময়মনসিংহে বিএনপি সমাবেশে একই ঘটনা ঘটতে পারে। তাই এই রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা।

এদিকে, গণপরিবহন না থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। রাজধানীর আবদুল্লাহপুর মোড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গণপরিবহনের দেখা পাচ্ছেন না তারা। আবদুল্লাহপুর মোড়ে ময়মনসিংহ বিভাগের জেলা জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের বাস পাওয়া যায়। কিন্তু সকাল থেকে বাস না পেয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এদিকে, পুলিশের একটি চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভ্যানগাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। আজ সকাল ১০টার দিকে গণমাধ্যমের কাছে তিনি এ অভিযোগ করেন।

শায়রুল কবির খান বলেন, পুলিশের চেকপোস্টে ভ্যানগাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। অনেক শ্রমিক কারখানায় যেতে পারেননি। অধিকাংশ কারখানায় অর্ধেক শ্রমিক প্রবেশ করতে পারেনি।

এ সময় সমাবেশে যাওয়ার জন্য ভালুকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রাস্তায় গণপরিবহন নেই বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। শহরের মাসকান্দায় পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।

নেতাকর্মীদের অভিযোগ, সমাবেশে আসা বাধাগ্রস্ত করতে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরেও তারা বিভিন্নভাবে, অটোরিকশায় করে ও পায়ে হেঁটে সমাবেশে এসেছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ কামাল আকন্দ বলেন, ‘এ রকম কোনো ঘটনা আমার জানা নেই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ