রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

এক ফ্রেমে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব অধিনায়ক

এক ফ্রেমে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব অধিনায়ক

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ায় ঝড় শুরু হতে আর মাত্র একদিন বাকি। আগামীকাল রোববার শ্রীলংকা-নামিবিয়ার ম্যাচ দিয়ে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। টু্র্নামেন্ট শুরুর আগের দিন দারুণ এক রেকর্ড গলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সব দলের অধিনায়কদের নিয়ে ‘ক্যাপ্টেনস মিডিয়া ডে’আয়োজিত হলো। যেখানে এক ফ্রেমে ধরা দিলেন ১৬ দলের অধিনায়ক।

মেলবোর্নে আজ শনিবার রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে অনুষ্ঠিত হলো অধিনায়কদের নিয়ে সেই সংবাদ সম্মেলন। ১৬ দলের অধিনায়ক দুই গ্রুপে ভাগ হয়ে ৮ জন করে হাজির হন এই অনুষ্ঠানে।

সাকিবসহ সব দলের অধিনায়ক। ছবি: সংগৃহীত
প্রথম ধাপে অস্ট্রেলিয়া, নামিবিয়া, নিউজিল্যান্ড, শ্রীলংকা, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান ও নেদারল্যান্ডস অধিনায়কদের পর্ব শেষ। এরপর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান, ভারতের রোহিত শর্মা, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, পাকিস্তানের বাবর আজম, স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন, জিম্বাবুয়ের ক্রেগ আরভিন, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা ও আয়ারল্যান্ডের অ্যান্ডি বলবার্নির আসেন।

অনুষ্ঠানে সঞ্চালক অধিনায়কদের নানান প্রশ্ন করেন। যদিও বেশিরভাগ প্রশ্ন ভারত ও পাকিস্তানের অধিনায়ককেই করা হয়।

সাকিবের কাছে সঞ্চালক জানতে চান, এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কাছ থেকে কেমন খেলা প্রত্যাশা করা যায়, খেলার ধরনই বা কেমন হবে? মঞ্চে অধিনায়কদের কাতারে ডান কোনায় বসা সাকিব মুচকি হেসে উত্তর দেন, ‘আমাদের দলটা রোমাঞ্চকর। বেশির ভাগই নতুন। এটা তাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। (দলের) আমরা সবাই অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলব।’

সাকিব ও দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা। ছবি: সংগৃহীত

টাইগার অলরাউন্ডার আরও বলেন, ‘আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। ক্রাইস্টচার্চে আমরা খুব ভালো দুটি দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলেছি। অস্ট্রেলিয়ায় ভালো করতে কী করতে হবে, সেটা আমরা এখন জানি। ভালো করতে পর্যাপ্ত প্রস্তুতিও আছে আমাদের।’

এরপর সঞ্চালক মজাও করে বাংলাদেশ অধিনায়ককে বলেন, (দেশের হয়ে) টি–টোয়েন্টি খেলতে এই প্রথম অস্ট্রেলিয়ায়! সাকিব হেসে বলেন, ‘হ্যাঁ, আর আমি ১৫ বছর ধরে ক্রিকেট খেলছি!’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877