শুক্রবার, ১০ মে ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নির্বাচনের পর বাড়ি ফিরেই মারধরের শিকার বিএনপিকর্মী মেয়ের জন্য বিশেষ আয়োজন পরীর মাস্টার্সেও পরীক্ষার মাধ্যমে ভর্তির কথা ভাবা হচ্ছে: ঢাবি উপাচার্য নৈরাজ্য করলে ডাবল শিক্ষা পাবে বিএনপি, আমরা বসে নেই: ওবায়দুল কাদের জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে উত্তাল ইউক্রেন ‘শয়তানের নিঃশ্বাস‘ নামের যে ড্রাগ প্রতারণায় ব্যবহার হচ্ছে দস্যুর দখলে লক্ষ্মীপুরের দ্বীপ চর মেঘা, বিপাকে দেড়শতাধিক কৃষক নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ মালদ্বীপ থেকে সব সৈন্য প্রত্যাহার করেছে ভারত বাংলাদেশের জন্য মনোনীত মার্কিন বিশেষ রাষ্ট্রদূত মিল আগে যেসব দায়িত্ব পালন করেছেন
টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের দাবি

টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের দাবি

স্বদেশ ডেস্ক:

টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ, ঘাট মালিক ও জাহাজ মালিক সমিতির নেতারা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া জেটি ঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ মানববন্ধনে বক্তারা বলেন, টেকনাফের বাসিন্দারা দীর্ঘ ১৯ বছর ধরে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু হঠাৎ করেই টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ ঘোষণায় পর্যটনখাতে জড়িত প্রায় ২০ হাজার মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে। ফলে কাজ হারিয়ে তাদের অনেকের মাদক ও অপরাধ কর্মকাণ্ডে জড়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই অনতিবিলম্বে টেকনাফ-সেন্টর্মাটিন জাহাজ চলাচল চালুর দাবি জানান তারা।

পরে মানববন্ধন শেষে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী, পর্যটন মন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী ও কক্সবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রধান করেন তারা। টেকনাফ উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা এরফানুল হক চৌধুরী স্মারকলিপিটি গ্রহণ করেন।
এ সময় জাহাজ ঘাটের রেস্টুরেন্ট মালিক মো. আয়ুব বলেন, ‘জাহাজ চলাচল বন্ধ থাকায় একটি স্বার্থানেষী মহল এর সুযোগ নিচ্ছে। তারা টিকিটের দাম বাড়িয়ে ওভারলোডিং করে সাগরপথ পাড়ি দিচ্ছে। এতে আমরা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছি।’

টেকনাফ-সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ ঘাটের ইজারাদার তোয়াক্কল হোসেন চৌধুরী বলেন, ‘প্রতিবছরের মতো এবারও সরকারকে লাখ লাখ টাকা রাজস্ব দিয়ে ঘাট ইজারা নিয়েছি। অথচ হঠাৎ করে মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যুর কারণে জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এভাবে জাহাজ চলাচল বন্ধ থাকলে আমাদের লাখ লাখ টাকা লোকসান হবে। এই সিদ্ধান্তের কারণে জাহাজ ঘাটকেন্দ্রিক প্রায় ২০ হাজার মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ী বিপাকে পড়েছে। এতদিন দেশি-বিদেশি পর্যটকদের কাছে চা-নাস্তা,পান, সিগারেট, বার্মিজ আচারসহ বিভিন্ন প্রকার সামগ্রী বিক্রি চলতেন তারা।’

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা এরফানুল হক চৌধুরী বলেন, ‘নদীর নাব্যতা সংকটের কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল আপাতত স্থগিত রয়েছে। নদীতে ড্রেজিংয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিআইডব্লিওটিকে বলা হয়েছে। আশা করছি শিগগিরই সংস্কার কাজ শুরু হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877