স্বদেশ ডেস্ক ॥ জ্যাকসন হাইটসে সাপ্তাহিক কোয়ান্টাম সেমিনার এবং মেডিটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট শুক্রবার বিকাল ৪টায় মামুন টিউটোরিয়ালের হলরুমে এবারের সেমিনারের বিষয় ছিলো ‘দান সাফল্যের সরল পথে চলাকে সহজ করে দেয়’। বিষয়টি নিয়ে আলোচনা করেন, ইম্পেরিয়াল কলেজের সাবেক অধ্যাপক ইমাম উদ্দিন চৌধুরী।
সাজিয়া আফরিনের সঞ্চালনায় দান নিয়ে এ আলোচনায় ইমাম উদ্দিন বলেন, আসলে পেতে হলে আগে নিজেকে দিতে হয়। যা দান করব তা শতগুণে আমাদের দিকে ফিরে আসবে। অর্থ দান করব, জীবনে অর্থের কখনো অভাব হবে না। কারণ দানের প্রতিদান গ্রষ্টা নিজে দেবেন বলে ওয়াদা করেছেন। দানের এ প্রতিদান সার্বজনীন, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবার জন্যে। তাই আমরা যেন সৃষ্টির সেবায় সাধ্যমতো ব্যয় করি। এতিম অসহায় বঞ্চিতের সেবায় আমাদের হাত তাদের মাথার ওপর রাখি। তাহলে গ্রষ্টার হাতও আমাদের মাথার ওপরে থাকবে সবসময়।
অনুষ্ঠানে কোয়ান্টাম মেথড মেডিটেশন বিষয়ে অনুভূতি ব্যক্ত করেন নিমনি চৌধুরী ও শামীম আহমেদ। উল্লেখ্য, প্রতি সেবামূলক প্রতিষ্ঠান কোয়ান্টাম প্রতি শুক্রবার বিকাল ৪টায় জ্যাকসন হাইটসের মামুন টিউটোরিয়ালে জীবনের নানা সমস্যা থেকে মুক্তির উপায় নিয়ে সমসাময়িক বিষয়ে সেমিনার ও মেডিটেশনের আয়োজন করে থাকে। এছাড়া সুখী পরিবার মেডিটেশন, সমস্যা পীড়িতদের জন্য বিশেষ হিলিং বা প্রার্থনা, সুস্থাস্থ্য, সাফল্য, প্রশান্তি লাভে বিশেষ কাউন্সেলিং, এবং ডকুমেন্টারি প্রদশর্ন করা হয়।