স্বদেশ ডেস্ক ॥ যুক্তরাজ্যের নিউক্যাসলে বাংলাদেশি দুই ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দু’জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন সেখানকার একটি আদালত। গত বছরের অক্টোবরে ডাকাতিকালে ওই দু’জনকে ছুরিকাঘাতে হত্যা করে অভিযুক্তরা। নিউক্যাসলের স্থানীয় সংবাদমাধ্যম গ্রাউন্ড আপের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মাদাদেনির আঞ্চলিক আদালত গত ১৫ আগস্ট এ রায় দেয় বলে জানিয়েছেন ওসিজওয়েনি পুলিশের মুখপাত্র ক্যাপ্টেন সিফো এনকোসি। নিহত দু’জন ওসিজওয়েনি শহরে দোকান চালাতেন। ক্যাপ্টেন সিফো বলেন, মনগেজি সিবায়া (২৮) ও এমবঙ্গিসেনি জুলু (২৫) হত্যাকা-ে জড়িত থাকায় তাদের যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। পাশাপাশি ঘর ভাঙার অপরাধে তাদের ১৫ বছর করে জেলও দিয়েছেন আদালত। নিহতরা হলেন মোশারফ হোসেন (৩৩) ও লিমর মীর (২৫)। সিফো আরও জানান, গত বছরের ২৫ অক্টোবর মোশারফ ও লিমরকে ছুরিকাঘাতে হত্যা করে মাথা ছিন্ন করা হয়। একই সঙ্গে দু’জনের মালিকানায় থাকা ওই দোকানে লুটপাট চালায় হত্যাকারীরা। ওই মাসেই তাদের গ্রেফতার করে পুলিশ।