মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মণিপুরের ৩ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি সায়েন্সল্যাবে আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বিজ্ঞাপনের মডেল নিরব চীন কী আসলে ভারতের ৬০ কিলোমিটার ভুখণ্ড দখল করেছে রাষ্ট্রপতির দুবাই ‘কানেকশন’ ও মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ নিয়ে কৌতূহল খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু পোশাক কারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আবু সাঈদ হত্যা অভিযুক্ত দুই পুলিশ ৪ দিনের রিমান্ডে শুরু হচ্ছে জাতিসংঘের ৭৯তম অধিবেশন
যুক্তরাজ্যে দুই বাংলাদেশিকে হত্যায় দু’জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে দুই বাংলাদেশিকে হত্যায় দু’জনের যাবজ্জীবন

স্বদেশ ডেস্ক ॥ যুক্তরাজ্যের নিউক্যাসলে বাংলাদেশি দুই ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দু’জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন সেখানকার একটি আদালত। গত বছরের অক্টোবরে ডাকাতিকালে ওই দু’জনকে ছুরিকাঘাতে হত্যা করে অভিযুক্তরা। নিউক্যাসলের স্থানীয় সংবাদমাধ্যম গ্রাউন্ড আপের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মাদাদেনির আঞ্চলিক আদালত গত ১৫ আগস্ট এ রায় দেয় বলে জানিয়েছেন ওসিজওয়েনি পুলিশের মুখপাত্র ক্যাপ্টেন সিফো এনকোসি। নিহত দু’জন ওসিজওয়েনি শহরে দোকান চালাতেন। ক্যাপ্টেন সিফো বলেন, মনগেজি সিবায়া (২৮) ও এমবঙ্গিসেনি জুলু (২৫) হত্যাকা-ে জড়িত থাকায় তাদের যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। পাশাপাশি ঘর ভাঙার অপরাধে তাদের ১৫ বছর করে জেলও দিয়েছেন আদালত। নিহতরা হলেন মোশারফ হোসেন (৩৩) ও লিমর মীর (২৫)। সিফো আরও জানান, গত বছরের ২৫ অক্টোবর মোশারফ ও লিমরকে ছুরিকাঘাতে হত্যা করে মাথা ছিন্ন করা হয়। একই সঙ্গে দু’জনের মালিকানায় থাকা ওই দোকানে লুটপাট চালায় হত্যাকারীরা। ওই মাসেই তাদের গ্রেফতার করে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877