স্বদেশ ডেস্ক:
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, বিপর্যয়কর ও ভয়াবহ ভূমিধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা ১ শ’তে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে মাদুরো বলেন, ইতোমধ্যে ৩৯টি লাশ উদ্ধার করা হয়েছে। এখনো অনেক লোক নিখোঁজ রয়েছেন। এই ট্রাজেডিতে লাশের সংখ্যা প্রায় ১ শ’তে পৌঁছাতে পারে।
উল্লেখ্য, রাজধানী কারাকাস থেকে ৫০ কিলোমিটার দূরের লাস তেজেরিয়াসে শনিবার রাতে টানা প্রবল বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধস হয়। এতে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকাটি কাদা ও আবর্জনায় ঢাকা পড়ে।
নিখোঁজ লোকদের সন্ধানে তিন হাজারেরও বেশি উদ্ধারকর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছে।