স্বদেশ ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেখা। পুরো ক্যারিয়ারেই প্রেম, বিয়েসহ আরও নানা বিষয় নিয়ে বরাবরই তুমুল আলোচিত তিনি। অনেকের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও সবচেয়ে আলোচিত ছিল অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন।বলিউডে যখন চারদিকে অমিতাভ-রেখার প্রেমের গুঞ্জন, তখন একের পর এক হিট সিনেমাতে অভিনয় করেছেন এই জুটি।
আর বড় পর্দায় তাদের রসায়নে মুগ্ধ হচ্ছিলেন দর্শক, যার মধ্যে একটি ছিল মুকাদ্দার কা সিকান্দার। এই সিনেমায় রেখা ও অমিতাভের যে প্রেমের দৃশ্যটি ছিল তা হলের একদম সামনের সারিতে বসে দেখেছিলেন জয়া বচ্চন। হঠাৎ তার চোখ থেকে অবিরাম পানি বেড়িয়ে আসে। আর সেই দৃশ্য প্রজেকশন রুম থেকে দেখেছিলেন রেখা।
এই শোর সপ্তাহ পার না হতেই সহকর্মীদের কাছে রেখা শুনতে পান, অমিতাভ তার সঙ্গে আর সিনেমা করবেন না। এরপর অমিতাভ প্রযোজকদের জানিয়ে দেন, তিনি রেখার সঙ্গে আর সিনেমা করবেন না। এরপর থেকে রেখার সঙ্গে বচ্চনকে আর কোনো সিনেমাতে অভিনয় করতে দেখা যায়নি।
অমিতাভের স্ত্রী জয়াকে ‘দিদিভাই’ বলে ডাকতেন রেখা। সাক্ষাৎকারে রেখা বলেছিলেন, ‘দিদিভাই অনেক বেশি পরিণত। অনেক ধীর স্থির। আমি তার মতো মর্যাদাবোধ সম্পন্ন নারী আজও দেখিনি।
তিনি বলেছিলেন, ‘একটা সময়ে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। আমরা একই বাড়িতে থাকতাম। আমি তাকে দিদিভাই বলে ডাকতাম। এখনও ডাকি। যা-ই হয়ে থাক না কেন, এই সম্পর্ক কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।’