স্বদেশ ডেস্ক:
মায়ের সামনে এক মেয়েকে সংঘবদ্ধভাবে পাঁচজন ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের দেওঘার জেলায়। গতকাল সোমবার দেশটির এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান। খবর এনডিটিভির।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।
দেওঘারের এসপি সুবাশ চন্দ্র জাত বলেছেন, মেয়েটির মেডিকেল পরীক্ষা চলছে, ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।