ভারতে রয়্যাল বেঙ্গল টাইগারই জাতীয় পশু হিসাবে ঘোষিত। তবে সুপ্রিম কোর্টে এক মামলায় আবেদন করা হয় যে গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক। সেই জনস্বার্থ মামলা সরাসরি খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত।
বিচারপতি এসকে কৌল এই মামলা সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘ভারতের জাতীয় পশু ঘোষণা করা কি সুপ্রিম কোর্টের কাজ?’ এদিকে আবেদনকারীর আইনজীবী বলেন, ‘গরুকে সুরক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ভারত সরকারের দিক থেকে। গোমূত্র ব্যবহার হয়, গোবর লাগে চাষের কাজে। গরুকে সংরক্ষণ করতে হবে।’
এই আবেদন শুনে বিচারপতি কৌল বলেন, ‘আপনারা এমন আবেদন কেন করেন যেখানে আমরা জরিমানা ধার্য করতে বাধ্য হই? ’
তার সাফ প্রশ্ন ‘এটা কি কোর্টের কাজ?’ তিনি আরো প্রশ্ন করতে থাকেন, ‘এতে কোন মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে? ’
উল্লেখ, জনস্বার্থ মামলা তখনই দায়ের করা যায়, যখন মানবাধিকার সংক্রান্ত কোনো বিধি লঙ্ঘন হয় বা আইন লঙ্ঘন হয়। কিম্বা সাধারণ মানুষের জীবনে এর প্রবল প্রভাব পড়ে। এই মমলায় সেই নিরিখে শীর্ষ আদালতের প্রশ্ন, এই মামলায় ভারতের সাধারণ মানুষের জীবনে কোন কোন প্রভাব পড়েছে?
কোর্ট পরে জানিয়ে দেয় যে এটাই ভালো হবে যে যাতে আবেদনকারী নিজে মামলা তুলে নেন। শেষমেশ কোর্টের আবেদনকারীর আইনজীবীকে এই মামলা তুলে নিতে বলা হয়। আর তা তিনি তুলে নেন। কার্যত মামলাকে সরাসরি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি আবেদনকারী আইনজীবী বলেন, ‘এটা সরকারই ঠিক করুক, আমরা কাউকে জোর করছি না।’
সূত্র : হিন্দুস্তান টাইমস