শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

নতুন শিক্ষাক্রমের সুফল আসবে ১০ বছর পর : শিক্ষামন্ত্রী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

স্বদেশ ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমের সুফল পেতে ১০ বছর সময় লাগতে পারে। তিনি বলেন, নতুন শিক্ষাক্রম যদি পুরোপুরি ও সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আগামী পাঁচ বছর পর থেকে একটু পরিবর্তন দেখতে শুরু করবো। ১০ বছর পর বড় পরিবর্তন দেখতে পাবো।

সোমবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে কন্যা শিশু দিবস উপলক্ষ্যে ব্রাকের আয়োজনে এক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী এই সব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্রমের মাধ্যমে পরিবর্তন রাতারাতি হয় না, সময় লাগে। কিন্তু যদি খুব ভালোভাবে করতে পারি তাহলে আগামী বছর থেকে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে শিখতে শুরু করবে, তাদের মাধ্যমে তাদের পরিবারে চিন্তাগুলো, চর্চাগুলো চলে যাবে। তার মধ্যদিয়ে আমরা একটা বড় পরিবর্তন আশা করতে পারি।

নারীর অধিকার, মানুষের অধিকার, প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ