বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন

নির্বাচন কমিশন থেকে সরানো হচ্ছে এনআইডি

নির্বাচন কমিশন থেকে সরানো হচ্ছে এনআইডি

স্বদেশ ডেস্ক:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এখতিয়ার দিয়ে শর্তসাপেক্ষে পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটি পাস হলে জন্মের তিন থেকে চার বছর পর জন্ম সনদের সঙ্গে এনআইডি যুক্ত করে দেওয়া হবে।

আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সব কাজ নির্বাচন কমিশনের কাছ থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এনআইডি আইনটি চূড়ান্তভাবে পাস না হওয়া পর্যন্ত এখন যেভাবে কাজ হচ্ছে সেভাবেই চলবে। আইনের ৩২টি ধারা কমিয়ে ১৫ টিতে নামিয়ে আনা হয়েছে। খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এখন থেকে জন্মের পরপরই হবে নিবন্ধন, আর সেই ইউনিক আইডিই হবে জাতীয় পরিচয়পত্র নম্বর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877