স্বদেশ ডেস্ক:
বিএনপি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,‘আপনারা লক্ষ্য করেছেন, আমরা মানুষের মধ্যে যাওয়া শুরু করেছি। কিছুদিন আগেও যারা বিদ্রুপ করত বিএনপি নাই, বিএনপির চিহ্ন নাই। বিএনপি রাস্তায় নামায় তাদের মাথা খারাপ হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘১০ ডিসেম্বরের পরে দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে। আমান উল্লাহ আমানের এই বক্তব্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সবাই ভয় পেয়ে গেছেন। ভয়ের কোনো কারণ নেই। আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই। এ জন্য আমাদের পাঁচজন প্রাণ দিয়েছে। আমাদের হাজারো লোক প্রাণ দেবে। আমরা অবশ্যই দেশে শান্তি ফিরিয়ে আনবো।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ আজ জেগে উঠেছে। তরুণ ও যুব সমাজকে অনুরোধ করব, আরও এগিয়ে আসুন। নিজের ভাগ্যের কথা চিন্তা না করে দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করুন। যুক্ত হন, দেশের মানুষকে মুক্ত করার চলমান আন্দোলনে। আমাদের নেতা বলেছেন, ফয়সালা হবে রাজপথে। রাজপথে তাদের পরাজিত করব।’
জিহাদ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত এই স্মরণসবায় ডাকসু’র সাবেক ভিপি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সাবেক জিএস খায়রুল কবির খোকনের পরিচালনায় উপস্থিত ছিলেন, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, নাজিম উদ্দিন আলম, আজিজুল বারী, হেলাল ফজলুল হক মিলন, লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান বাবুল, সরাফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, আমিরুল ইসলাম খান আলীম, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েলসহ আরও অনেকে।