স্বদেশ ডেস্ক:
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের একটি মসজিদে বয়ান করছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান।
ত্রিদেশীয় সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে পাকিস্তান দল। দলটির অন্যতম সেরা খেলোয়াড় রিজওয়ান। তিনি টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটারও। তবে ক্রিকেটের বাইরে তাকে ধর্মপ্রাণ মুসলিম হিসেবে বেশ কয়েকবার দেখা গেছে।
তিনি আরও বলেন, ‘মহান আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, এটি আমাদের জন্য নেয়ামত। একটা সময় এই পৃথিবীতে কিছুই ছিল না। এরপর একে একে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য যা কল্যাণকর, তা সৃষ্টি করে সুন্দর এক পৃথিবী গড়ে দিয়েছেন। আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত।’