শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

‘২০২৪ সালের নির্বাচন হবে কিনা সন্দেহ’

‘২০২৪ সালের নির্বাচন হবে কিনা সন্দেহ’

স্বদেশ ডেস্ক:

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল বলেছেন, ‘নির্বাচনের খেলা হবে বলে আমার মনে হয় না। বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ২০২৪ সালে দেশে নির্বাচন হবে কিনা আমার সন্দেহ আছে।’

তিনি আরো বলেন, ‘কিসের নির্বাচন, আগে জান বাঁচানোর চিন্তা করেন। নির্বাচন হবে ২০২৪ সালের জানুয়ারিতে, এখন থেকেই লাঠিসোটা প্রস্তুত হচ্ছে। লাঠিসোটার মহড়া শুরু হয়ে গেছে। হঠকারিতা কোন পর্যায়ে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে।’

শনিবার রাতে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নে জাকের মঞ্জিল দরবার শরীফে আয়োজিত ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে মোস্তফা আমীর ফয়সাল বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে অবশ্যই ব্লক চেইন পদ্ধতি ও ই-ভোটিং ছাড়া উপায় নাই যা আমরা আগেই বলেছি। কোনো এক সময় আসবে মানুষ যখন ওযু-গোসল সেরে ঈদের আনন্দে শীতল পরিবেশে ভোট দিতে আসবে।’

দেশ ও জাতি এক মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আমীর ফয়সাল বলেন, ‘এখনো সময় আছে ঐক্যবদ্ধ হোন। কারণ এটি দেশকে বাঁচানোর প্রশ্ন। স্বাধীনতাকে বাঁচানোর প্রশ্ন। বিদ্যমান রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে হালুয়া-রুটি ভাগাভাগির রাজনীতি করে। কিন্তু জাকের পার্টি কখনো ক্ষমতার রাজনীতি করে না। তবে আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেছেন।’

সভায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য দেন জাকের পার্টির সিনিয়র ভাইস-চেয়ারম্যান সায়েম আমীর ফয়সাল সামী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া। এর আগে মোস্তফা আমীর ফয়সাল জাকের পার্টি ও অঙ্গ সংগঠনের পতাকা উত্তোলন করেন এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠা বার্ষিকির কেক কাটা হয়, যেখানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা নেতাকর্মীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877