স্বদেশ ডেস্ক:
অভিবাসীদের প্রবাহ বাড়ায় নানা সংকটের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে অ্যাডামস এ জরুরি অবস্থা ঘোষণা করেন।
গত এপ্রিলে রাজ্যের দক্ষিণাঞ্চল সীমান্ত থেকে ১৭ হাজারের বেশি অভিবাসী নিউইয়র্ক শহরে প্রবেশ করেছেন। কয়েক মাস ধরে রিপাবলিকার রাজ্য ট্রেক্সাস, অ্যারিজোনা এবং ফ্লোরিডা থেকে অভিবাসীদের ডেমোক্রেট এলাকায় পাঠানো হচ্ছে। এ ছাড়া অনেক অপ্রত্যাশীত লোক যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে ঢুকে নিউইয়র্ক চলে এসেছেন।
মেয়র অ্যাডম বলেন, ‘অভিবাসীদের অপ্রত্যাশীত আগমনে নিউইয়র্কবাসীরা ক্ষুব্ধ। আমিও ক্ষুব্ধ। আমরা তাদের জবাবদিহিতার আওতায় আনতে পারছি না। আমরা হাজার হাজার আশ্রয়প্রার্থীদের চাকরি দেওয়ার ব্যাপারে কোনো চুক্তিও করিনি।’
তিনি বলেন, ‘অভিবাসীর প্রবাহের কারণে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের অর্থ বরাদ্দ কমে যাচ্ছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আমাদের সহায়তা করার ক্ষমতাও সংকীর্ণ হয়ে যাচ্ছে।’