স্বদেশ ডেস্ক: টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সম্প্রতি তিনি নতুন করে আলোচনায় এসেছেন ‘পুনর্জন্ম ৩’ নাটকে অভিনয় করে। এ নিয়ে মেহজাবিন বলেন, “অনেকদিন ধরেই দর্শক অপেক্ষায় ছিলেন ‘পুনর্জন্ম ৩’-এর জন্য। ‘পুনর্জন্ম ১’ ও ‘পুনর্জন্ম ২’ নাটক দুটি সাড়া ফেলার কারণেই এমনটা হয়েছে। নতুন কাজটি ভালো সাড়া পাচ্ছি। সবাই খুব ভালো বলছেন। যে কোনো কাজ করার পর যদি দর্শকরা পজেটিভভাবে নেন, ভালো বলেন এবং প্রশংসা করেনÑ তখনই তৃপ্তিটা পাওয়া যায়। পরিশ্রম সার্থক হয়। আমি নিজেও কাজটি নিয়ে খুশি এবং পুরো টিম খুশি।”