স্বদেশ ডেস্ক:
সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, কিছু সমস্যা থাকলেও আমি ভালো আছি, সুস্থ আছি। আশা করছি, আগামী নভেম্বরে মাসে দেশে ফিরে আসব।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে থাইল্যান্ড থেকে ভিডিওবার্তায় তিনি এ সব কথা বলেন। রওশন এরশাদ বলেন, ১১ মাস হয়েছে আমি এখানে (ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন) আছি। কিছু সমস্যা থাকলেও আমি ভালো আছি। তিনি বলেন, জাতীয় পার্টি কখনো নির্বাচন বর্জন করেনি। কারণ জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে। আগামীতেও জাতীয় পার্টির নির্বাচন করবে।
রওশন এরশাদ বলেন, সারাবিশ্বে এখন ইভিএমে নির্বাচন হচ্ছে। তাহলে আমরা কেন নির্বাচনে ইভিএম ব্যবহার করব না? আমরা ইভিএমের নির্বাচন করব। যারা নির্বাচনে জয়লাভ করে তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর যারা নির্বাচনে পরাজিত হয় তারা বলে কারচুপি হয়েছে।