মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

ফ্রান্সে আরো মসজিদ বন্ধের দাবি কট্টর ডানপন্থী লে পেনের

ফ্রান্সে আরো মসজিদ বন্ধের দাবি কট্টর ডানপন্থী লে পেনের

স্বদেশ ডেস্ক:

ফ্রান্সের কট্টর ডানপন্থী রাজনীতিবিদ মেরিন লে পেন দেশটিতে আরো মসজিদ বন্ধের দাবি জানিয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিনের নির্দেশে গত দু’বছরে ২৪টি মসজিদ বন্ধ করে দেয়ার পরিপ্রেক্ষিতে তিনি এই দাবি জানান।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

ফ্রান্সের বিএফএম টিভিকে দেয়া সাক্ষাৎকারে লে পেন বলেন, তিনি (ডারমানিন) কয়েকটি জায়গায় মসজিদ বন্ধ করে দিয়েছেন। তিনি একজন ধর্ম প্রচারককেও বরখাস্ত করেছেন। তবে তাকে অবশ্যই দেশের সব মসজিদ বন্ধ করতে হবে।

কেন মসজিদ বন্ধ করা হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সকল মুসলিমরা ‘উগ্রবাদী শক্তি’ এবং তাদের নির্বাসিত করা উচিত।

গত বছরের আগস্টে ফ্রান্সের সাংবিধানিক উচ্চ কমিটি ‘উগ্রবাদবিরোধী’ একটি বিতর্কিত আইনের অনুমোদন দেয়। মুসলমানদের বাদ দেয়া দেয়ায় এই আইন নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

ডানপন্থী এবং বামপন্থী আইনপ্রণেতাদের বিরোধিতা সত্ত্বেও গত গ্রীষ্মে বিলটি ন্যাশনাল অ্যাসেম্বেলিতে পাস হয়।

সূত্র : মিডল ইস্ট মনিটর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877