মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

ক্ষমা চাইলেন ডেনমার্কের রানি

ক্ষমা চাইলেন ডেনমার্কের রানি

স্বদেশ ডেস্ক:

ক্ষমা চেয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারিথ। আট নাতি-নাতনির চারজনের রাজকীয় উপাধি বাতিলের জন্য মঙ্গলবার ক্ষমা চেয়েছেন তিনি। তবে ক্ষমা চাইলেও সিদ্ধান্ত পরিবর্তন করবেন না বলে জানিয়ে দিয়েছেন ৮২ বছরের রানি। তিনি সেপ্টেম্বরের শেষের দিকে ঘোষণা করেন, তার ছোট ছেলে প্রিন্স জোয়াকিমের সন্তানরা আগামী বছর থেকে আর রাজকুমার এবং রাজকুমারী হিসাবে পরিচিত হবে না।

তারা শুধু মনপেজটের কাউন্ট ও কাউন্টেসের উপাধি ব্যবহার করতে পারবে। সেভাবেই তাদের সম্বোধন করা হবে। কিন্তু রাজপরিবারের সদস্যদের মতো নির্ধারিত উপাধি আর ব্যবহার করা যাবে না।

প্রিন্স জোয়াকিমের প্রাক্তন স্ত্রী কাউন্টেস আলেকজান্দ্রার প্রেস সেক্রেটারি হেলে ভন ওয়াইল্ডেনরাথ লভগ্রিন সিএনএনকে বলেছেন, জোয়াকিম এবং তার সন্তানরা রানির এই সিদ্ধান্তে ‌‘দুঃখিত’ এবং ‘মর্মাহত’।

বিবৃতিতে রানি বলেছেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। মার্গারিথ বলেছেন, ‘যুবরাজ জোয়াকিমের চার সন্তানের জন্য ভবিষ্যৎ খেতাব ব্যবহারের বিষয়ে আমার গৃহীত সিদ্ধান্তের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে। বহু ভাবনা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিংহাসনে আমি ৫০ বছর ধরে অধিষ্ঠিত। অতীত নিয়ে যেমন বিশ্লেষণ প্রয়োজন তেমনি রাজতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও ভাবনা প্রয়োজন- এটাই স্বাভাবিক। রাজতন্ত্রে যাতে সর্বদা সামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি বজায় থাকে রানি হিসেবে তা নিশ্চিত করা আমার কর্তব্য এবং ইচ্ছা। যেজন্য মাঝে মাঝে কঠিন সিদ্ধান্তও নিতে হয় আর সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সঠিক মুহূর্ত খুঁজে পাওয়া সবসময় কঠিন’।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877