স্বদেশ ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্রিপ্টোকারেন্সির পক্ষে পোস্ট করায় ১২ কোটি টাকার বেশি জরিমানা গুণতে হয়েছে মার্কিন সুপার মডেল কিম কার্দেশিয়ানকে। যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাকে এ জরিমানা করেছে। দেশটির আইন ভঙ্গ করায় কিমকে এ জরিমানা কেরা হয়েছে বলে জানিয়েছে তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বেশ কয়েক দিন আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বেআইনি ক্রিপ্টো বিনিয়োগ সংস্থার প্রচার করে পোস্ট দিয়েছিলেন কিম কার্দেশিয়ান। এ পোস্টের জন্য তিনি আড়াই লাখ ডলার পেয়েছিলেন বলে তদন্ত করে জেনেছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
কিম অবশ্য শাস্তি মাথা পেতে নিয়েছেন। তিনি জরিমানার অর্থের পাশাপাশি আগামী তিন বছর ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত কোনো ধরনের বিনিয়োগের প্রচার করবেন না বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে।