স্বদেশ ডেস্ক:
আগামী তিন-চার মাসের মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক তৈরি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
আনিসুল হক বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক তৈরির কার্যক্রম শুরু হয়েছে। আগামী তিন-চার মাসের মধ্যে পেপারবুক তৈরি করে হাইকোর্টে শুনানির চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত এই মামলায় ২২৫ জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়েছে। এটি একটি বড় মামলা। তাই এর শুনানিতে সময় লাগছে।’
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ পলাতক আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘সকল সাজাপ্রাপ্ত আসামি, যারা বিদেশে আছেন তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছি এবং ফিরিয়ে আনার প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি দ্রুত পেপারবুক তৈরি করে মামলাটা রেডি করে কার্যতালিকায় শুনানি শুরু করি।’