রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

হজে বয়সের বাধা থাকছে না: ধর্ম প্রতিমন্ত্রী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

স্বদেশ ডেস্ক:

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, হজে যাওয়ার ক্ষেত্রে ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ৩০ হাজার মানুষ হজে যেতে পারবেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে তার সঙ্গে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নব-নির্বাচিত কমিটির নেতাদের সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে অনেক কম মানুষ হজ করতে পেরেছেন। এবার হয়তো পূর্ণ হজই হবে ইনশাআল্লাহ।  আর ৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টিও এবার নাও থাকতে পারে। আমরা এ জিনিসটা ইতোমধ্যে তাদের কাছে জানতে পেরেছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ