স্বদেশ ডেস্ক:
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে কারা পুলিশের মহাপরিচালক হেমন্ত লহিয়াকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে জম্মুর উদাইওয়ালা এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
হেমন্ত লহিয়াকে হত্যার দায় স্বীকার করেছে লস্করের শাখা গোষ্ঠী ‘পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্স’ (পিএএফএফ)। এ হত্যাকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘ছোট্ট উপহার’ বলেও কটাক্ষ করেছে জঙ্গী গোষ্ঠীটি।
অতিরিক্ত পুলিশ কর্মকর্তা মুকেশ সিং জানান, সোমবার গভীর রাতে হেমন্ত লহিয়ার লাশ উদ্ধার হয়। এ ঘটনার পর তার বাড়ির কাজের লোক ইয়াসির পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ইয়াসির এ হত্যায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাকে ধরতে অভিযান শুরু হয়েছে।
এদিকে হত্যার দায় স্বীকার করে পিএএফএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘তাদের স্পেশাল স্কোয়াড লহিয়ার ওপর হামলা চালিয়েছে।’ ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার লহিয়া। গত আগস্টে তিনি কারা পুলিশের মহাপরিচালকের দায়িত্ব নেন। তার মাস দুয়েকের মধ্যেই খুন হলেন তিনি।