স্বদেশ ডেস্ক:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খিয়ার জুম্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— তারাগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামের রতন সরকার ও পবিত্র সরকার। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, পূজা দেখে রাত সাড়ে ৯টার দিকে ভ্যানে বাসায় ফিরছিলেন চারজন। খিয়ার জুম্মা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নৈশকোচ ভ্যানটিকে চাপা দিলে চার যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।