শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

৪ বছর আগে বুবলীকে বিয়ে করেন শাকিব

৪ বছর আগে বুবলীকে বিয়ে করেন শাকিব

বিনোদন ডেস্ক:

চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে আর সন্তানের বিষয়টি এতদিন শোবিজে গুঞ্জন হিসেবেই ছিল। তবে গত শুক্রবার তারা দুজনেই বিষয়টি প্রকাশ্যে আনেন। জানান, তাদের সংসারে পুত্রসন্তান হয়েছে। নাম শেহজাদ খান বীর। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে জন্ম নেয় বীর। তবে এখনো আড়ালে আছে তাদের বিয়ের সংবাদটি।

অবশেষে বিয়ে তারিখ প্রকাশ্যে আনলেন বুবলী। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শাকিব-বুবলী। সঙ্গে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে থাকাকালীন দুটি ছবিও। ক্যাপশনে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০ জুলাই ২০১৮ এবং ২১ মার্চ ২০২০। আমাদের বিবাহবার্ষিকী এবং আমাদের সন্তানের জন্মদিন। ছবিগুলো নিউ ইয়র্কের টাইম স্কয়ারে তোলা। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

এর আগে, গত ২৭ আগস্ট ফেসবুকে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। এরপর খোঁজ নিয়ে জানা যায়, মেয়ে নয় ছেলের মা হয়েছেন বুবলী। আর তার সন্তানের বাবা শেহজাদ খান। বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে। আর ‘বীর’ মুক্তি পেয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে। এ নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইনে ‘২ বছর আগেই ছেলের মা হন বুবলী, বাবা শাকিব’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
এরপরই দেশের সংবাদ মাধ্যমগুলো খুঁজতে শুরু করে এর সত্যতা। অবশেষে শাকিব-বুবলী দু’জনেই তা স্বীকার করেন পরদিন সকালে। আর তারাই প্রকাশ্যে আসেন তাদের সন্তান বীরের ছবি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877