বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৬৫ লাখ ছাড়াল

করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৬৫ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন সাড়ে ৬৫ লাখেরও বেশি। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১১টা পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৬৫ লাখ ৫০ হাজার ৬৯৪।

এছাড়া আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৩৪ লাখ ৭৪ হাজার ৯১৩ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৬০ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ৮৯৯ জন।

এ দিকে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন দু’লাখ ৫১ হাজার ১৯৪ জন। আর মৃত্যু হয়েছে ৭৮২ জনের। একই সাথে সুস্থ হয়েছেন তিন লাখ ৪৭ হাজার ৪৭৭ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৮২ লাখ ৫৪ হাজার ৬৫৯ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৮৪ হাজার ৮৯৩ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৪৯৮ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৭০১ জনের।

তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৩৪ লাখ ৭৫ হাজার ২৬০ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ১১২ জনের।

এছাড়া ব্রাজিল আক্রান্তে চতুর্থ আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৪৭ লাখ ২১ হাজার ২২৮ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৬ হাজার ৩৬৬ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877