বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

মেক্সিকো অভিমুখে ধেয়ে আসছে হারিকেন ওর্লিন

মেক্সিকো অভিমুখে ধেয়ে আসছে হারিকেন ওর্লিন

স্বদেশ ডেস্ক:

শক্তিশালী ঘূর্ণিঝড় ওর্লিন রোববার হারিকেন ক্যাটাগরি ৪-এ পরিণত হয়ে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে। ঝড়টি যে গতিতে অগ্রসর হচ্ছে তা অব্যাহত থাকলে এটি সোমবার রাতে সেখানে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) এ কথা জানিয়েছে।

এনএইচসি রোববার সকালে জানায়, ‘অনেক শক্তিশালী হারিকেন ক্যাটাগরি ৪-এর উত্তর দিকে অগ্রসর হওয়া অব্যাহত রয়েছে।’ এর প্রভাবে আইলাস মারিয়াস ও মেক্সিকোর দক্ষিণপশ্চিমাঞ্চলে ‘ব্যাপক ঝড়োহাওয়া ও বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে মার্কিন হারিকেন কেন্দ্রটি।

এ বার্তা জারি করার সময় হারিকেনটি মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় কোবো করিন্টেসের ১০৫ মাইল (১৭০ কিলোমিটার) দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877