স্বদেশ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে ডেঙ্গুতে মারা গেছেন ডা. রেহানা বেগম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তিনি ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানেই আজ মঙ্গলবার সকালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
তিনি মাত্র কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। তার স্বামী ডা. নজরুল ইসলামও মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কাজ করেন।
এর আগে তারা দুজনই বেশ কিছু দিন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সৌদি আরবে কর্মরত ছিলেন।
ডা. রেহানার জানাজা নামাজ আজ বাদ আসর ধানমন্ডি ৩২ নম্বরের কাছে বায়তুল তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে।