বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন

নাটকে অশালীন ভাষার ব্যবহার, মুখ খুললেন মোশারফ করিম

নাটকে অশালীন ভাষার ব্যবহার, মুখ খুললেন মোশারফ করিম

স্বদেশ ডেস্ক:

টেলিভিশনে নাটকের পরিমান বাড়লেও বাড়ছে না দর্শক। এখনকার নাটকগুলোর মধ্যে থাকছে নাটকের উদ্ভট নাম ও অশালীন ভাষার ব্যবহারের চর্চা। আর তা অভিনয় জগতের অনেক তারকা নানা মন্তব্য করেছেন। এই বিষয়টি সংবাদের শিরোনামেও উঠে এসেছে ।

সাম্প্রতিক এই ইস্যু নিয়ে জনপ্রিয় অভিনয়শিল্পী মোশারফ করিম বলেছেন, একটি গল্পের ওপর নির্ভর করে সেই চরিত্রটি কেমন। সেখানে চরিত্রের প্রয়োজনে কেমন ভাষা ব্যবহার করবে সেটাও নির্ভর করে গল্পের চরিত্রে ওপর।

আর আমাদের দেশের এখন পর্যন্ত টেলিভিশনটা হলো বাড়ির ড্রয়িংরুমে বসে সবার সঙ্গে বসে দেখার বিষয়। সেই দৃষ্টিটা আমাদের সবার কমবেশি রাখা উচিত। তবে কখনো পর্দায় আমরা অশালীন ভাষা ব্যবহার করি । আসলে এই ভাষার ব্যবহার এমনি করা হচ্ছে নাকি চরিত্রের প্রয়োজনে করা হচ্ছে সেই বিষয়টা ইম্পোর্টেন্ট। শিল্পীদের সৎ হওয়া জরুরি।
এরপর মোশারফ করিমকে জিজ্ঞাসা করা হয় চরিত্র বাছাইয়ে কোনদিক মাথায় রাখেন। তখন এই গুণী শিল্পী বলেন, আনন্দ খুঁজি। চরিত্র করতে পারব বা করতে ইচ্ছা হচ্ছে কি না, এসব বিষয় মাথায় রাখি। যদি আনন্দ পাই তখন আমি ভাবি তাহলে দর্শকরা আনন্দিত হবে।

সামনে বেশকিছু কাজ আসছে। তবে কী কী কাজ আসবে এ বিষয়ে খোলাসা করেননি এই অভিনেতা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877