রবিবার, ১৬ Jun ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত-মৃত্যু নিম্নমুখী

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত-মৃত্যু নিম্নমুখী

স্বদেশ ডেস্ক:

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় কমেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের হার। গত দিনের তুলনায় এ হার এখন নেমেছে অর্ধেকেরও নিচে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৬০ জনের অথচ গত দিন যে সংখ্যা ছিল দু’হাজার ১৫৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন দু’লাখ ৯১ হাজার ৬৪৫ জন। গত দিনে যার পরিমান ছিল পাঁচ লাখ ৫৯ হাজার ২২১ জন। একই সাথে সুস্থ হয়েছেন তিন লাখ ৯৩ হাজার ৪২৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৩২ লাখ ২৩ হাজার ৭১৯ জন। মৃতের সংখ্যা ৬৫ লাখ ৪৯ হাজার ৯১২ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৬০ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৪২২ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৮২ লাখ ৪৮ হাজার ৬২৩ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৮৪ হাজার ৮৯১ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৫ লাখ ৯৪ হাজার ৪৮৭ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৬৭৩ জনের।

তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৫৪ লাখ ৩৭ হাজার ৮০৭ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ১১২ জনের।

এছাড়া ব্রাজিল আক্রান্তে চতুর্থ আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৪৭ লাখ ১৫ হাজার ১৪৯ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৬ হাজার ৯৭ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877