বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

ইয়ানে লণ্ডভণ্ড ফ্লোরিডা, প্রাণহানি বেড়ে ৫০

ইয়ানে লণ্ডভণ্ড ফ্লোরিডা, প্রাণহানি বেড়ে ৫০

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেনগুলোর একটি হচ্ছে ইয়ান। এর ফলে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫০-এ দাঁড়িয়েছে। পাশাপাশি শত শত কোটি ডলার মূল্যমানের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার উপসাগরীয় উপকূল দিয়ে ইয়ান স্থলে উঠে এসে সেখানকার সৈকত শহরগুলোতে তাণ্ডব চালিয়ে সেগুলোকে দুর্যোগপূর্ণ এলাকায় পরিণত করে। শুক্রবার বিকেলে এটি ঘণ্টায় ১৫০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে সাউথ ক্যারোলাইনার ঐতিহাসিক শহর চার্লসটনের উত্তরে জরজটাউনে আঘাত হানে।

ফ্লোরিডা উপকূলের বিস্তীর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইয়ান। ভারী বর্ষণে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে এই অঙ্গরাজ্যে। ঘরবাড়ির পাশাপাশি প্রাইভেট কারও পানির তোড়ে ভেসে গেছে। জলোচ্ছ্বাসে ডাঙায় উঠে এসেছে অনেক নৌযান। ইয়ান আঘাত হানার তিন দিন পর ফ্লোরিডার ক্ষয়ক্ষতির খবর প্রকাশ হতে শুরু করেছে।

ফ্লোরিডার ২৬ লাখ বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের। সেখানকার হারডি কাউন্টির সব বাসিন্দাই বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন।

এখনো হাজার হাজার মানুষের খোঁজ মেলেনি, তবে তাদের অনেকেই আশ্রয় কেন্দ্রে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : রয়টার্স

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877