স্বদেশ ডেস্ক:
ঢালিউড সুপারস্টার শাকিব খানের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন ছিল গত মঙ্গলবার। সেদিন ছেলেকে নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দেন শাকিব। আর সেদিনই ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী ফেসবুকে শেয়ার করেন তার ‘বেবি বাম্প’-এর ছবি। নেটিজেনদের অনেকেই বলছেন মা হয়েছেন বুবলী, যে সন্তানের বাবা শাকিব খান!
এদিকে, মঙ্গলবার ছেলের জন্মদিনে শাকিব খানের বাড়িতে হাজির হন তার সাবেক স্ত্রী, আব্রামের মা ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। ফেসবুকে আব্রামের জন্মদিনের কেক কাটার ছবি শেয়ার করেন অপু।যেখানে আব্রামকে তার বাবা শাকিব খান, দাদা-দাদি, ফুফু ও ফুফুর ছেলে-মেয়ের সঙ্গে কেক কাটতে দেখা যায়। আর এ ছবি দেখে অনেক নেটিজেনই মন্তব্য করছেন, তাহলে কি শাকিব-অপু এক হচ্ছেন? আর পর হচ্ছেন বুবলী?
শাকিবের সঙ্গে কথা হয়েছে জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমরা তো বোবা নই। কথা তো টুকটাক হয়। শাকিব একজন ভালো মনের মানুষ।’
এদিকে, বুবলীর প্রকাশিত ‘বেবি বাম্প’র ছবি প্রকাশ্যে আসার পর তার সঙ্গে শাকিব খানের যোগসূত্র খুঁজছেন নেটিজেনরা।
বুবলী তার ফেসবুকে বেবি বাম্পের ছবি প্রকাশ করে হ্যাশট্যাগ দিয়ে স্মরণ করেছেন তার মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনকে। ক্যাপশন তিনি লিখেছেন, ‘মি উইথ মাই লাইফ’।
গত বছর শেষ দিকে মার্কিন মুলুকে গিয়েছেন শাকিব খান ও বুবলী। যুক্তরাষ্ট্রে একই হোটেলের সামনে দাঁড়িয়ে দুজনই ছবি প্রকাশ করেন। তবে ছবিগুলো ছিল তাদের আলাদা। এখন দুইয়ে-দুইয়ে চার মেলাচ্ছেন ভক্তরা। বিশেষ করে ২০২০ সালের পুরো সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন, তখনই মা হয়েছেন তিনি! গুঞ্জন আছে, শাকিব খান ও বুবলী বিয়ে করেছেন। তাদের ঘরেই সেসময় সন্তান এসেছে।
এর আগে, ২০১৭ সালে বুবলী তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘ফ্যামিলি টাইম’। সেই ছবিতে বুবলী বোন ও দুলাভাইয়ের সঙ্গে বসে আছেন শাকিব খান। এখন নেটিজেনদের প্রশ্ন; শাকিব-বুবলীর সম্পর্কের শুরুটা কি সেখান থেকেই।
ঠিক ওই সময়ই উধাও হয়ে যাওয়ার ১০ মাস পর ছেলেকে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন অপু বিশ্বাস। আর কাঁদতে কাঁদকে জানান, তার সন্তান আব্রাম খান জয়ের বাবা শাকিব খান। সেসময় বুবলীর মুখে ছিল হাসি। আর অপুর চোখে ছিল জল।