স্বদেশ ডেস্ক:
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টে ফেরার আর কোনো সুযোগ নেই।
আজ বৃহস্পতিবার রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ আইনের শাসনে বিশ্বাস করে। বাংলাদেশের জনগণ দেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করে, শ্রদ্ধা করে। সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টকে অবৈধ বলে রায় দিয়েছে। সে কনসেপ্টে ফেরার আর কোনো সুযোগ নেই।
সূত্র : বাসস