স্বদেশ ডেস্ক:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের মামলার প্রধান আসামি ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অন্য আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলীর আদালতে আসামিদের জামিন ও রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে তিনি এই আদেশ দেন।
এর আগে পুলিশ ২২ সেপ্টেম্বর প্রধান শিক্ষকের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত ২৯ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করে।
এ মামলায় প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব লুৎফর রহমান, ইংরেজি শিক্ষক আমিনুর রহমান রাসেল, ইসলাম শিক্ষা শিক্ষক জোবায়ের হোসেন, কৃষি বিজ্ঞান শিক্ষক হামিদুর রহমান, বাংলা শিক্ষক সোহেল আল মামুন এবং অফিস সহায়ক সুজন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া মামলার এজাহারভুক্ত আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছেন। তাদের সবাইকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।
মামলার তদন্ত কর্মকর্তা ভূরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক আজাহার আলী বলেন, ‘২২ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁস মামলার মূল আসামি লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত ২৯ সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত লুৎফর রহমানের রিমান্ড মঞ্জুর করে। এছাড়া মামলার এজাহারভুক্ত আসামি নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক আবু হানিফ এখনো পলাতক আছেন। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দিলরুবা আহমেদ শিখা বলেন, ’আসামিরা প্রশ্ন ফাঁসের মাধ্যমে দেশ ও জাতির ক্ষতিসাধন করেছেন। প্রশ্ন ফাঁসের সাথে কারা সম্পৃক্ত রয়েছে তা খুঁজে বের করতে গ্রেফতারদের রিমান্ডের প্রয়োজন ছিল। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেছে। মামলার প্রধান আসামি লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া সহকারী শিক্ষক আমিনুর রহমান ও জোবায়ের হোসেনের রিমান্ড আবেদনের শুনানির দিন আগামী রোববার ধার্য করেছে আদালত।’
আসামি পক্ষের আইনজীবী ছিলেন এটিএম এনামুল হক চৌধুরী চাঁদ, মনোয়ারুল হক সরকার আলো ও আমির উদ্দিনসহ ১০জন।
অ্যাডভোকেট আমির উদ্দিন বলেন, ‘বিজ্ঞ আদালতের কাছে আসামিদের জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেছেন।’