বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ইয়ানের তাণ্ডবে বিদ্যুৎহীন কিউবা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

স্বদেশ ডেস্ক:

ঘূর্ণিঝড় ইয়ান আঘাত হানার পর পুরো কিউবা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, বৈদ্যুতিক ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গেছে। অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘূর্ণিঝড় আঘাত হানার সময় ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে গেছে। এখন এটি ফ্লোরিডায় আঘাত হেনেছে।

স্থানীয় সময় মঙ্গলবার কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে বৈদ্যুতিক শক্তি কর্তৃপক্ষের প্রধান ঘোষণা করেছেন, জাতীয় বৈদ্যুতিক সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দ্বীপব্যাপী ব্ল্যাকআউট হয়েছে। ফলে এক কোটি ১০ লাখ মানুষ অন্ধকারে রয়েছে।
কিউবার পশ্চিম উপকূলে আঘাত হানার পর ইয়ান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে।

কিউবার হ্যারিকেন সেন্টারের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ড্যানিয়েল ব্রাউন বলেছেন, ঘূর্ণিঝড়টি প্রচণ্ড শক্তিশালী। এর প্রভাবে অতি ভারী বৃষ্টি হবে। এতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ ছাড়া ৯ থেকে ১৪ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ