স্বদেশ ডেস্ক:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য শাহজাহান হাওলাদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সোমবার সকাল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজাহান হাওলাদারের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে। তিনি ১৯৮১ সালের ২২ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইন পেশা পরিচালনার অনুমতি পান। ওই বছরের ২ সেপ্টেম্বর তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্যভুক্ত হন।
এ ছাড়া ১৯৯৩ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি পান শাহজাহান হাওলাদার। তিনি ২০০০ সালের ২১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন।
Like this:
Like Loading...
Related